ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোহাম্মদ আলী নামের এক মাদক কারবারিকে ৩০ পিস ইয়াবাসহ আটক করেছে নাসিরনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পুলিশ নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ধরমন্ডল গ্রামের একটি বসতঘরে অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলী (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ আলী ধরমন্ডল গ্রামের মো. রজব আলীর পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলমের দিকনির্দেশনায়, এসআই নুরে আলম, এ এসআই মো. কুদ্দুছ আলীসহ একটি অভিযানিক দল গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আাাসামির বসতঘর তল্লাশি করে ঘরের ভেতর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আলামতসহ তাকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। যথাযথ প্রক্রিয়ায় তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
টিএইচ