রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

নাসিরনগরে বিস্ফোরকসহ নাশকতার মামলার দুই আসামি গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগরে বিস্ফোরকসহ নাশকতার মামলার দুই আসামি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক ও নাশকতার মামলায় নাসিরনগরে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার  বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

 গ্রেপ্তাররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিস্ফোরকসহ  হামলা ও নাশকতার  অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি।

গ্রেপ্তাররা হলেন, নাসিরনগরের ১০নং গোকর্ণ ইউনিয়নের নূরপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোস্তফা আলমগীর ও ৬ নং বুড়িশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছানাউল শাহ। নাসিরনগর থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

টিএইচ