বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নাসিরনগরে বিস্ফোরকসহ নাশকতার মামলার দুই আসামি গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগরে বিস্ফোরকসহ নাশকতার মামলার দুই আসামি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক ও নাশকতার মামলায় নাসিরনগরে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার  বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

 গ্রেপ্তাররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিস্ফোরকসহ  হামলা ও নাশকতার  অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি।

গ্রেপ্তাররা হলেন, নাসিরনগরের ১০নং গোকর্ণ ইউনিয়নের নূরপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোস্তফা আলমগীর ও ৬ নং বুড়িশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছানাউল শাহ। নাসিরনগর থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

টিএইচ