সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ ইনিস্টিটিউট আগারগাঁও ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নিকলী শহীদ স্মরণীকা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান (পরিকল্পনা উন্নয়ন ও গবেষণা) মুহাম্মদ মোস্তফা হাসান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার পাপিয়া আক্তার। কর্মশালায় নিকলী উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।

টিএইচ