হবিগঞ্জের চুনারুঘাটে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর বালুচাপা দিয়ে রাখ হয়। ঘটনার প্রায় এক সপ্তাহ পর খুনির দেয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে চুনারুঘাট উপজেলার কাপনছড়া চা-বাগানের গহীন থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম লিটন মিয়া। ৩৮ বছরের ওই ব্যক্তি মাধবপুর উপজেলার গোয়াগাঁও এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, লিটন ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন। তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে থানায় অভিযোগ জানায়। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রমোদ রিকমন নামে এক চা শ্রমিককে আটক করে। পরে তার দেয়া তথ্যে ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে প্রমোদ জানায়, গরু চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে সে। পরে লাশ গুম করতে বালিচাপা দিয়ে রাখে। লাশটি ময়নাতদন্তের জন্য শুক্রবার (১১ এপ্রিল) হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে আটক প্রমোদ রিকমনকে হত্যা মামলায় হবিগঞ্জের বিজ্ঞ হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে চুনারুঘাট থানার ওসি নুর আলম জানান। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে। জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
টিএইচ