হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বহুল প্রত্যাশার এক বছর পরে জানা গেল নির্মিত হচ্ছে না চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রাবাস।
জানা যায়, গত মঙ্গলবার জেলা প্রশাসক ইশরাত জাহান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুহিতুর রহমান ফরাজি রুমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালসহ ভূমিদাতা ইদ্রিস আলী তালুকদারের ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের দেওরগাছ মৌজায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের পাশে ও বর্তমান সাবস্টেশন সংলগ্ন দানকৃত ভূমি প্রাথমিকভাবে পরিদর্শন করেন।
এবং উক্ত ভূমি পরিদর্শনের সময় উপস্থিত সার্ভেয়ারগণের তদারকির মাধ্যমে ভূমি অবস্থান ও ভবিষ্যৎ পরিধি নিয়ে দিকনির্দেশনা শেষে চুনারুঘাট-মাধবপুর আসনের এমপি ও বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীসহ জেলা প্রশাসক ইশরাত জাহান শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে যোগাযোগ করে ছাত্রাবাস উক্ত স্থানে বাস্তবায়নের আশ্বাস দেন।
কিন্তু দীর্ঘ এক বছর পরে জানা গেল নির্মিত হচ্ছে না উক্ত ছাত্রাবাস। ফলে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা।
এ বিষয়ে ভূমিদাতার পুত্র ইমন তালুকদার জানান, চুনারুঘাট উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চুনারুঘাট সরকারি কলেজ। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তরান্বিত করতেই আমার বাবা ইদ্রিস আলী তালুকদারের এমন উদ্যোগে জমিদানে আমরা সর্বদা প্রস্তত। কিন্তু জানিনা কেন সরকারি পদক্ষেপ স্থবিরতা।
এ বিষয়ে চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ নবী হোসেন জানান, আমার জানামতে জমিসহ অজ্ঞাত কারনেই হচ্ছে না চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রাবাস। যা শিক্ষা ও কলেজের তরান্বিত অবস্থানে বাঁধা এবং দুঃখজনক।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন,প্রকল্পটি দীর্ঘ সময়ে
জমি জটিলতা ও হস্তান্তর প্রক্রিয়ায় সময়ক্ষেপন হওয়াতে আমরা যথাযথভাবে চেষ্টার পরেও বাস্তবায়ন করতে পারিনি।
টিএইচ