মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১১ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১১ জেলে আটক

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১১ জেলেকে আটক করা হয়েছে। এরমধ্যে ৮ জেলেকে ৩ হাজার টাকা করে ২৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত এবং ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি জাটকা, ২টি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

শুক্রবার (৭ মার্চ) এ তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর মোহনা এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এসময় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ১১ জেলেকে আটক করা হয়। রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আটক জেলেদের মধ্যে ৮ জনকে জরিমানা ও ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।

আটক জেলেরা হলেন- মো. আল-আমিন,  জাকির, খোকন, নুরুন্নবী, জয়নাল চৌকিদার, কামাল হোসেন, ইব্রাহীম সরদার ও কুদ্দুস আলী পেদা। অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলেন- ইমরান সরদার, ইয়াছিন ব্যাপারী ও মো. কালু মিয়া।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান আরও বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনায় অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণে অভিযান। গত ২ মার্চ টাস্কফোর্সের অভিযানে ৬ জেলে আটক হয়।

তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩ মার্চ আটক হয় ২ জেলে। তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ ও সাজিদ হক ২ হাজার ৫০০ টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করেন।

টিএইচ