সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

নিহত পুলিশ সদস্যদের স্মরণে রামপাল থানায় মোমবাতি প্রজ্বলন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

নিহত পুলিশ সদস্যদের স্মরণে রামপাল থানায় মোমবাতি প্রজ্বলন

দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের আগে ও পরে দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে বাগেরহাটের রামপাল থানা পুলিশ মোমবাতি প্রজ্বলন করেছেন। গত রোববার রাতে রামপাল থানা কার্যালয় জুড়ে শতশত মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে নিহতদের স্মরণ করেছেন রামপাল থানা পুলিশ।

স্মরণসভায় উপস্থিত ছিলেন, রামপাল থানার ওসি সোমেন দাশ, ওসি তদন্ত বিধান কুমার বিশ্বাস, প্রেস ক্লাব রামপালের সভাপতি এম.এ. সবুর রানা, সিনিয়র সহ-সভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, এসআই মো. বি রিফাজ উদ্দিন, কামাল হোসেনসহ থানার সব পর্যায়ের পুলিশ সদস্যরা।

এ সময় রামপাল থানার ওসি সোমেন দাশ জানান, সারাদেশে পরিকল্পিতভাবে দুর্বৃত্তদের নির্মম আঘাতে অসংখ্য নিরীহ পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণে পরিবারের অনেক উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে পথে বসেছে। 

আন্দোলনে দায়িত্বর আহত ও নিহত সব পুলিশ সদস্যের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবিও করেছেন ওই কর্মকর্তা।

টিএইচ