শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

নিয়ন্ত্রণ হারাল হানিফ পরিবহনের বাস: নিহত ১

নিজস্ব প্রতিবেদক

নিয়ন্ত্রণ হারাল হানিফ পরিবহনের বাস: নিহত ১

চট্টগ্রামে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি অটোরিকশা, মিনিবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে। এতে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

বুধবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে নগরের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন- আতিয়া রহমান (১২), রাব্বি আহমেদ (২২), রবিউল আলম (২২), মো. হেলাল উদ্দিন (৩২), দীপঙ্কর দে (৩৭), আবদুল মান্নান (৪৫), বিপ্লব দাস(৫০)। নিহতের নাম পাওয়া যায়নি।  

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম বলেন, হানিফ পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

এবি