বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নিয়ামতপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি 

নিয়ামতপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) নিয়ামতপুর আলিম মাদরাসা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু। সম্মেলন উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবু তাহের। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এহসানুল হক ফারুকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন করিমগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা আ.লীগের সদস্য আব্বাস উদ্দিন আহমেদ, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেলিম, দেহুন্দা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, জেলা পরিষদের সদস্য ডা. মো. সোহাগ, জেলা কৃষকলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি, জেলা কৃষকলীগের সদস্য মোস্তাফিজুর রহমান কাঞ্চন, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক কামাল, করিমগঞ্জ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম। 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নিয়ামতপুর ইউনিয়ন কৃষকলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

টিএইচ