রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে রবিউল ইসলাম (৩৫) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল সোয়া ৮টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামে তার নিজ নামীয় এসটিডব্লিউ (অগভীর নলকূপ) ঘরে এ ঘটনা ঘটে।

রবিউল ইসলাম উপজেলার পাড়ইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামের শরিফুদ্দিনের ছেলে এবং অত্র ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

নিহতের ভাই শহিদুল ইসলাম (৪৫) জানান, রবিউল ইসলাম শনিবার (৮ জুলাই) সকাল সোয়া ৮টা হতে ৯টার মধ্যে গ্রাম থেকে ৫০০ মিটার দূরে তার অগভীর নলকূপের ঘরে যান বৈদ্যুতিক সংযোগ মেরামতের জন্য। সে সময় বৈদ্যুতিক শক খান। 

তার চিৎকারে দৌড়ে সেখানে গিয়ে দেখি তিনি মাটিতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। আমরা তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। কারো কোনো অভিযোগ ন আকায় লাশের ময়নাতদন্ত করা হবে না। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

টিএইচ