শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

নিয়ামতপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নিয়ামতপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজন নামীয় ও ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, পোরশা উপজেলার মুলুকডাঙ্গা গ্রামের ছুরত আলীর ছেলে মাহবুবুর রহমান (২২), ছুরত আলী (৪৫) ও ছাওড় গ্রামের মজিবর রহমানসহ (৫৫) আরো ২/৩জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। 

এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে উপজেলার মুলুকডাঙ্গা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মাহবুবুর রহমান ওই বিদ্যালয়ের নিজস্ব গাড়িতে করে প্রতিদিন মাকলাহাট থেকে মুলুকডাঙ্গা বালিকা বিদ্যালয়ে যাতায়াত করে।

প্রতিদিনের ন্যায় গত ১৩ ফেব্রুয়ারি গাড়িযোগে মাকলাহাট থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে মাকলাহাট গ্রামের পশ্চিমে পানিবাথা ব্রিজের কাছে আসলে একটি মাইক্রোবাস এসে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে ছাত্রীটির বাবা মা জানতে পারে।

এ বিষয়ে ওই ছাত্রীর বাবা বলেন, ১৩ ফেব্রুয়ারি সকালে মজিবুর রহমান ও ছুরত আলী মাইক্রোবাসযোগে ছাত্রীকে অপহরণ করে পোরশা দিকে নিয়ে যায়। আমরা পরে জানতে পেরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাই নাই। আর সে কারণেই থানায় অভিযোগ করতে দেরি হলো।

নিয়ামতপুর থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ