সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে আটক দুই

লালমনিরহাট প্রতিনিধি 

নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে আটক দুই

লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে দুই পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২ ডিসেম্বর) নিয়োগ পরীক্ষার হল থেকে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ীর শ্রী সুশীল চন্দ্র রায়ের ছেলে শ্রী ধর্মকান্ত রায় (৩৭) ও দুর্গাপুর ইউনিয়নের মোজ্জামেল হকের ছেলে মেহেদী হাসান  (৩৭)। 

লালমনিরহাট সদর থানা ওসি ওমর ফারুক বলেন, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। 

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ্ বলেন, অসৎ উপায় অবলম্বন করায় দুজনকে আমরা থানায় পাঠিয়েছি,তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ