সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নীলফামারী ১৯ কেজি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী ১৯ কেজি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

ভারতে পাচারকালে ১৯ কেজি স্বর্ণসহ মোহাম্মদ জুয়েল (৩২) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি টহল দল। জব্দ করা স্বর্ণের দাম ১৫ কোটি টাকারও বেশি। 

বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা সদরের ঘাগড়া বর্ডার আউটপোস্টের (বিওপি) কমান্ডার নায়েক সুবেদার ননী গোপাল পালের নেতৃত্বে প্রধানপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ১৯টি স্বর্ণের বারসহ জুয়েল নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল পঞ্চগড় জেলা সদরের হাড়িভাসা মধুপাড়া এলাকার আফসার আলীর ছেলে। এছাড়া অভিযানে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ২৪ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।

৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা হওয়া স্বর্ণসহ অন্যান্য সামগ্রীর মূল্য ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা।

টিএইচ