বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে অটোচোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীতে অটোচোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নীলফামারীতে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জলঢাকা থানা পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, রংপুর জেলার কাউনিয়া উপজেলার রাজিব টেপামধুপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. সাজু আহমেদ পায়েল, হাজিরহাট থানার দক্ষিণ বিন্নাটারী এলাকার আব্দুস সামাদের ছেলে মিজানুর রহমান বাবু একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর ডালিয়া ব্রিজ যাওয়ার কথা বলে এক অটোচালককে ভাড়া করে পথিমধ্যে স্পিড, ভাত ও পান খাইয়ে অজ্ঞান করে অটো নিয়ে যায়। এ বিষয়ে বাদি জলঢাকা থানায় মামলা দিলে ঘটনার সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোচুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে রংপুর নজিরেরহাট এলাকা থেকে ৩টি চোরাই অটো উদ্ধার করা হয়।

জলঢাকার থানার ওসি মুক্তারুল আলম বলেন, তারা দীর্ঘদিন ধরে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে জলঢাকা থানাসহ বিভিন্ন এলাকায় অটো চুরি করে আসছিল। চোর সাজু আহমেদ পায়েলের বিরুদ্ধে ১৫ টি অটোচুরি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
 
টিএইচ