সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয়েছে। 

মঙ্গলবার (২৫ জুলাই) নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী বালক দলের খেলায় সংগলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়  ২-০ গোলে খলিশাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা দলের খেলায় ট্রাইবেকারে তরনীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে সূর্বনখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. গোলাম সবুর (সেবা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেনমুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী ও নুরুজ্জামান প্রমুখ। 

উপজেলা প্রশাসনের আয়োজনে ৩২টি দল উপজেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করবে এবং আগামী ৩১ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত বলে জানান আয়োজকরা।

টিএইচ