সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নীলফামারীর ডোমার রেল স্টেশনের বাথরুমে থেকে শনিবার (২৭ মে) তাহেরুল ইসলাম (৪৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত তাহেরুল ইসলাম উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গণির স্কুল সংলগ্ন ফজল মিয়ার ছেলে।

 স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, সকালে বরেন্দ্র ট্রেনে যাত্রীরা বাথরুম করার জন্য বাথরুমে গিয়ে দেখতে পায় ভিতর থেকে বন্ধ করা রয়েছে দরজা। অনেকক্ষন পেরিয়ে গেলেও বাথরুম থেকে কেউ বের না হলে দরজায় যাত্রীরা ডাকাডাকি করলেও ভিতর থেকে কোন সাড়াশব্দ না আসায় আমরা ডোমার ফায়ার সার্ভিসকে খবর দেই। 

সকাল ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা বাথরুমের দরজা ভেঙে দেখতে পায় এক ব্যক্তি বাথরুমের ফ্লোরে মরে পরে রয়েছে। তারা তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। 

তাহেরুলের ছেলে তাজেল রহমান বলেন, আমার বাবা সৈয়দপুর থেকে কাঁচামাল কিনে বিরামপুরে ফেরি করে বিক্রি করে। গত শুক্রবার তিতুমীর ট্রেনে সৈয়দপুর যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হন। রাতে বাবা বাড়ি আসতে দেরি করায় তাকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 

এরপর সকালে স্টেশন থেকে একজন পুলিশ ফোন দিয়ে আমাদের রেল স্টেশনে আসতে বলে। আমরা স্টেশনে এসে দেখতে পাই বাবা বাথরুমের ভিতর মরে পরে রয়েছে।

জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বাবু বলেন, ধারনা করা হচ্ছে রাতে তিনি ট্রেনে ডোমার স্টেশনে এসে বাথরুম করার জন্য সেখানে গেলে হয়তো স্টোক করে সেখানেই মারা যান।

সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

টিএইচ