নীলফামারীর ডোমারে নামহীন, ব্যান্ডহীন ও তেল ওজনে কম দেয়ায় রূপচাঁদা তেলের ডিলারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। মঙ্গলবার (১৮ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে এ জরিমানা করে।
ভোক্তা অধিকার অধিদফতরের নীলফামারী জেলার সহকারী পরিচালক সামসুল আলম জানান, ফারুক একজন রূপচাঁদা তেলের ডিলার কিন্তু তার তার গোডাউনে এসে আমরা অভিযান পরিচালনা করে নামহীন ব্যান্ড হীন কিছু তেল পাওয়া গিয়েছে। যা বিএসটিআই প্যাকেজিং আইন অনুসারে এটি দণ্ডনীয় অপরাধ।
আমরা এখানে এসে ৫০০ এমএল এর বোতলে ৪৫০ এবং ১ লিটারের বোতলে ৯০০ এমএল এবং ২ লিটারের বোতলে ১৮০০ এম এল তেল পাওয়া গেছে। ডিলারের দাবি তারা পাবনা থেকে এই তেল সংগ্রহ করেছে এবং জেলার বিভিন্ন বাজারে তারা সাপ্লাই দিচ্ছে। যে তেলের আইনগত কোনো বৈধতা নেই।
ওজনে কম থাকার পরেও দামের দিক থেকে তারা দামও বেশি রাখছে। যেখানে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৭৫ টাকা কিন্তু তাদের বোতলে মূল্য ১৭৭ টাকা। ২-১৩ টাকা পর্যন্ত তাদের তেলের দাম বেশি। অবৈধ তেল বিক্রি এবং মূল্য বেশি নেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ডিলারের সব বোতলজাত তেলগুলো সরকারি দাম অনুযায়ী বিক্রির জন্য বোতল থেকে ড্রামে ঢেলে দেয়া হয়।
টিএইচ