নীলফামারী মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক ভুয়া ডাক্তার এনে নিউরো চিকিৎসাসেবা দেওয়ার সময় ভুয়া ডাক্তারকে হাতেনাতে আটক করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান।
পরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইনে ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেলকে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন, ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসাসেবা পরিচালনা করানোর অপরাধে মদিনা ডায়াগনস্টিক সেন্টার ১ মাসের জন্য সিলগালা করার আদেশ প্রদান করে।
ফারূক হোসেন রংপুর শহরের নীলকণ্ঠ এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে। ফারুক রংপুর মেডিকেলে নার্সিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নিউরো মেডিসিনের ডা. রবিউল ইসলামের নাম ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে আসছেন রোগীদের।
জানতে চাইলে নীলফামারী জেলা সিভিল সার্জন, ডা. মো. হাসিবুর রহমান বলেন ফারুক হোসেন মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে ডা. রবিউল ইসলামের নাম ব্যাবহার করে ব্যবস্থাপত্র লেখার সময় হাতেনাতে ধরা হয় তাকে।
টিএইচ