সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে মোহতামিমের পূর্ণবহাল দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মোহতামিমের পূর্ণবহাল দাবিতে মানববন্ধন

নীলফামারীর টেক্সটাইলের আল-জামেয়াতুল ইসলামীয়া দারুল উলুম কওমী মাদ্রাসা এককভাবে পরিচালনার প্রতিবাদ ও প্রতিষ্ঠাতা মোহতামিম মাওলানা আমিনুল্লাহকে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২২ ডিসেম্বর) নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের টেক্সটাইল বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে স্থানীয়রা। এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. হালিম খান, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মোল্লা, শহিদুল ইসলাম, আমিন ইসলাম, জামান উদ্দিন, রিফাত ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে মাদ্রাসা পরিচালনা করে আসছেন প্রতিষ্ঠা মোহতামিম মাও. আমিনুল্লাহ। কিন্তু চলমান পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে নতুন কমিটি গঠন করেন। কমিটি গঠন করে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাদ্রাসাটিকে এককভাবে পরিচালনা করছেন। 

পরিকল্পিত ভাবে প্রতিষ্ঠাতা মোহতামিমকে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। যার ফলে মাদ্রাসার দাওরা হাদিস ক্লাস বন্ধ রয়েছে এবং কিছু শিক্ষার্থীকে অবৈধভাবে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া হয়েছে। 

টিএইচ