সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে হামলা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে হামলা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দুহুলী পাড়া এলাকার মো. জয়নাল আবেদীনের সম্পত্তি বেদখলের উদ্দেশ্যে বাড়িঘর ভাঙচুর ও দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।

দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে পরিবারের নিরাপত্তা, সম্পত্তি ফেরত ও হামলাকারীদের উপর্যুক্ত শাস্তির দাবিতে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মো. জয়নাল আবেদীন। তিনি এলাকার মৃত যতীন্দ্র নাথ রায়ের ছেলে।
 
দুর্বৃত্তরা হলেন, টুপামারী নাপিতপাড়া এলাকার শ্রী পরেশ চন্দ্র রায় (৪৫), শ্রী ললিত চন্দ্র রায় (৬৫), শ্রী নরেশ চন্দ্র রায় (৫৮), শ্রী হিরা লাল রায় (৪২), শ্রী গোপাল চন্দ্র রায় (৩৬)। তারা সকলে মৃত যতীন্দ্র নাথ রায়ের ছেলে। এছাড়াও শ্রী ললিত চন্দ্র রায়ের স্ত্রী শ্রীমতি রানী (৫০) এবং দুই ছেলে শ্রী দীপক চন্দ্র রায় (২৫) ও শ্রী সুজন চন্দ্র রায় (২২), শ্রী পরেশ চন্দ্র রায়ের স্ত্রী শ্রীমতি মাহা রানী রায় (৩৮), শ্রী নরেশ চন্দ্র রায়ের স্ত্রী শ্রীমতি ছবি রানী (৪৬), শ্রী গোপাল চন্দ্র রায়ের স্ত্রী শ্রীমতি দেবী রানী (৩৫) এবং দুহুলীপাড়া এলাকারা আবুল কালাম আজাদের ছেলে মো. মাহামুদুল ইসলাম ওরফেঅ মাসুম। 

অভিযোগ সূত্রে জানা যায়, নীলফামারী সদর থানার সুখধন মৌজার ১৫ শতক সম্পত্তির মালিক মো. জয়নাল আবেদীন। তার ওই সম্পত্তি বেদখলের উদ্দেশ্যে একাধিকবার বেআইনিভাবে অনুপ্রবেশ করে বেড়াচাটি ভাংচুর ও ক্ষয়ক্ষতি করেন দর্বৃত্তরা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা করেন জয়নাল আবেদীন। যার মামলা নং- সি.আর ৩৫৮/২২ যাহা আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে জয়নাল আবেদীন বলেন, দুর্বৃত্তদের দ্বারা যে কোন সময় আমার ও আমার পরিবারের জান মাল সম্পত্তির আশু শান্তিভঙের আশংকা আছে। আমি তাদের উপযুক্ত শাস্তি কামনা করি। 

জানতে চাইলে সদর থানার ওসি খান মো. সাহরিয়ার বলেন, আমি মৌখিকভাবে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ