বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নেত্রকোণা পৌরসভায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা পৌরসভায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

নেত্রকোণা পৌরসভায় প্রথমবারের মতো উন্মুক্ত লটারির মাধ্যমে ওপেন মার্কেট সেল (ওএমএস) ডিলার নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্থানীয় পাবলিক হলে নেত্রকোণা জেলা খাদ্যবিভাগ এই ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রমের আয়োজন করেন। 

নেত্রকোণার জেলা প্রশাসক ও ওএমএম ডিলার নিয়োগ কমিটির সভাপতি বনানী বিশ্বাসের সভাপতিত্বে উন্মুক্ত লাটারি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সিবলী সাদিক, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্য কর্মকর্তারা। 

নেত্রকোণা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নেত্রকোনা পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগের আহ্বানের প্রেক্ষিতে ৯টি ওয়ার্ড থেকে ২৫৩ জন আবেদন পত্র জমা দেন। 

আবেদন পত্র যাচাই বাছাইয়ের পর স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের জন্য এই প্রথমবার উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করা হয়েছে। সব আবেদনকারীদের সামনে উন্মুক্ত লটারির মাধ্যমে পৌরসভার ৯ ওয়ার্ডে মোট ১২ জন ডিলার নিয়োগ করা হয়।

টিএইচ