রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নেত্রকোণামুক্ত দিবস পালিত

নেত্রকোণা প্রতিনিধি 

নেত্রকোণামুক্ত দিবস পালিত

শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন আর সন্ত্রাস, জঙ্গীবাদ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোণামুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে শনিবার (৯ ডিসেম্বর) জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। 

র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মুক্ত দিবসের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত ‘প্রজন্ম শপথ’ ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

প্রথমে জেলা প্রশাসক শাহেদ পারেভেজের নেতৃত্বে জেলা প্রশাসন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড.শামছুর রহমান লিটনের নেতৃত্বে জেলা আ.লীগ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধযোদ্ধা অ্যাড. অসিত কুমার সরকার সজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ, পৌরমেয়র নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌর পরিষদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিকের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমের নেতৃত্বে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে স্থানীয় পাবলিক হলে দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টিএইচ