রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নেত্রকোণায় প্রতিবন্ধী বিদ্যালয়ে মৎস্য প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় প্রতিবন্ধী বিদ্যালয়ে মৎস্য প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ

নেত্রকোণায় পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থার অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের মৎস্য প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

শুক্রবার (২৮ জুন) নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউড়া গ্রামে বিদ্যালয় সংলগ্ন প্রবাসী তৌহিদ খান ও ফারহানা নূরের অর্থায়নে মৎস্য প্রকল্পের উদ্বোধন করেন সদর ইউএনও তানিয়া তাবাসসুম।

এসময় সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, বিদ্যালয়ের অধ্যক্ষ হাবীবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রকল্পের উদ্বোধন শেষে পুকুরপাড়ে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন ইউএনও।

এসময় হাবীবুর রহমান জানান, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টি আজ অবধি জাতীয়করণ না হলেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তাদের মৎস্য চাষ সম্পর্কে হাতেকলমে শিক্ষা প্রদানের স্বার্থেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

টিএইচ