সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নোয়াখালীর কবিরহাটে মামলা দিয়ে আ.লীগ নেতা আতিক উল্যাহসহ নিরিহ লোকজনকে হয়রানির প্রতিবাদে ধানশালিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাহাব উদ্দিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন কয়েকশ নারী-পুরুষ। 

গত শুক্রবার সন্ধ্যায় চাপরাশিরহাট বাজারে বিক্ষুব্ধ নারী-পুরুষরা  ব্যানার-ফেস্টুন নিয়ে এ মিছিল বের করেন। মিছিল শেষে সমাবেশও করেন তারা।

বিক্ষোভকারীরা জানান, ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন নিজে ও তার ভাতিজিকে দিয়ে ইভটিজিংয়ের দুটি মামলা করেছেন। এতে তিনি ব্যক্তিগত আক্রোশ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিক উল্যাহসহ অনেককে আসামি করেছেন। রাজনৈতিক  প্রতিহিংসার কারণে তিনি এই সামান্য বিষয়টিকে অনেক বড় আকারে তুলে ধরেছেন।

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যানের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ