সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নোয়াখালীতে কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নোয়াখালীর আয়োজনে জেলায় বন্যা পরবর্তী আমন ধানের চাষ, পরিচর্যা, বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিনার নোয়াখালী প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন, বিনার পরিচালক  (গবেষণা) ড. মো. ইকরাম-উল-হক, বিনাদর পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মো. মঞ্জুরুল আলম মণ্ডল, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. নুরুল ইসলাম এবং সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ।

কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সুবর্ণচরের সহযোগিতায় এসময় সুবর্ণচরের শতাধিক কৃষক-কৃষাণীদের আমন ধানের চাষাবাদ, পরিচর্যা, বীজ উৎপাদন ও সংরক্ষণ এবং সবজি উৎপাদনসহ আগাম বোরো ধান ও সরিষা চাষের বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রধান করেন কর্মকর্তারা।

টিএইচ