সোমবার, ১০ মার্চ, ২০২৫
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

নোয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি    

নোয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গত রোববার দিবাগত রাতে উপজেলার তোতার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোজাম সুবর্ণচর উপজেলা আ.লীগের সদস্য ও চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

এছাড়া ২০১৮ সালে বিএনপি নেতা অ্যাড. এবিএম জাকারিয়ার বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সমপ্রতি তার বিরুদ্ধে আরেকটি একটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, গ্রেপ্তার আসামি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ২০১৮ সালে এক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে কয়েকদিন আগে আরেকটি মামলা হয়। মামলার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলো।

টিএইচ