সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নোয়াখালীতে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলায় ঢাকার আদাবর থানা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সবুজকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তার দেলোয়ার হোসেন সবুজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত হাজী আব্দুস সামাদ মেম্বারের ছেলে। 

গত মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।  এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, যুবলীগ নেতা সবুজসহ অন্য আসামিদের বিরুদ্ধে নিহত সানির বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। 

মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার সবুজ ৪৬তম এজাহারভুক্ত আসামি। 

টিএইচ