মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ঝালকাঠির সুগন্ধা নদীতে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ প্রতিযোগিতা। গত মঙ্গলবার গাবখান সেতু থেকে পৌর মিনি পার্ক পর্যন্ত ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।
জাঁকজমকপূর্ণ এমন নৌকাবাইচ ঘিরে পুরো এলাকা উৎসবের আমেজে মেতেছিল। এছাড়াও আশপাশের এলাকা থেকেও অসংখ্য মানুষ এই আয়োজন দেখতে সুগন্ধা নদীর দুই পাড়ে ভিড় জমান।
বিভিন্ন আকৃতির বাহারি নৌকা আর রং বেরং এর পোশাক পরে প্রতিযোগীরা নৌকাবাইচে অংশ নেন প্রতিযোগিরা। প্রতিযোগীতায় ৭ টি নৌকা অংশগ্রহণ করে শেখের হাট ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়। এছাড়া ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ২য় ও চেম্বার অফ কর্মাস ৩য় হয়।
প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। এসময় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ পনিরসহ অনেক অতিথি ও হাজারো দর্শনার্থী উপস্থিত ছিলেন।
টিএইচ