বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকা ব্যক্তি তাদের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি নড়াইলের মাধ্যমে কারামুক্ত কয়েদী ও মুক্তিপ্রাপ্ত প্রবেশনারদের মধ্যে পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসন ও প্রবেশন অফিসারের আয়োজনে পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা অফিসার মো. সুজা উদ্দীন। ৯ জন প্রবেশনারকে এ সামগ্রী দেয়া হয়েছে।
তাদের মধ্যে দুজনকে পা চালিত ভ্যান পাঁচজন নারীকে সেলাই মেশিন ও বাকী দুইজনের প্রত্যেককে পঞ্চাশ কেজি পিঁয়াজ, পঞ্চাশ কেজি রসুনসহ অন্য কাঁচামাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার আমাতুল মোর্শেদা সিনিযর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নড়াইল, সমাজসেবার উপ পরিচালক রতন কুমার হালদার ও বাপ্পী কুমার সাহা প্রবেশনাল অফিসার নড়াইল প্রমুখ।
টিএইচ