বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নড়াইলে রাইস প্লান্টারে চারা রোপণের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে রাইস প্লান্টারে চারা রোপণের উদ্বোধন

নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় বোরো ধান চাষে  রাইস প্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া ব্লকে পঞ্চাশ জন কৃষকের পঞ্চাশ একর জমিতে ধান রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপপরিচালক দীপক কুমার রায়। 

সভাপতি তার বক্তব্যে বলেন, এ যন্ত্র ব্যবহারের মাধ্যমে এক সঙ্গে বীজ রোপণ ও একসঙ্গে ফসল কর্তন করা সবই সম্ভব। কৃষিতে যাতে যন্ত্রের ব্যবহারে উৎসাহিত হয় এবং কৃষি নির্ভর বাংলাদেশ গঠনে স্মার্ট কৃষিতে পদার্পন করে এবং দেশ কৃষিতে সমৃদ্ধশালী হয় সেজন্য আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। 

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেব নাথ, শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমানসহ এলাকার কৃষাণ কৃষাণী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএম জাহিদ শাকিল।

টিএইচ