শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

নড়াইলে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু

নড়াইল প্রতিনিধি

নড়াইলে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু

নড়াইলে তিন দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন মো. নিজাম উদ্দীন খান নিলু, চেয়ারম্যান উপজেলা পরিষদ নড়াইল। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল সদরের আয়োজনে এ মেলায় স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মো. রোকনুজ্জামান, উপজেলা কৃষি অফিসার নড়াইল। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণামতে আনাচে কানাচে কোথাও এক ইঞ্চি জায়গাও ফাঁকা না রাখার নিমিত্তে আমরা একাধারে কাজ করে যাচ্ছি। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন কৃষাণ/কৃষাণী ও উপসহকারী কৃষি অফিসাররা।

টিএইচ