মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
The Daily Post

নড়াগাতীতে শিশু হামিদা হত্যার অভিযুক্ত আটক

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াগাতীতে শিশু হামিদা হত্যার অভিযুক্ত আটক

নড়াইল জেলার নড়াগাতি থানাধীন পাকুড়িয়া গ্রামে ৬ বছরের শিশু হামিদাকে নির্মমভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং হত্যার পেছনের রহস্য উন্মোচন করেছে। 

গতবছরের ১৪ নভেম্বর শিশু হামিদার নিখোঁজ হওয়ার পর তদন্তে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পারিবারিক কলহের কারণে হামিদার বাবা শাহানুর শেখের সঙ্গে প্রতিবেশি রবিউল শিকদার ও তার স্ত্রী ফরিদা বেগম এবং মেয়ে সুমি এই হত্যার পরিকল্পনা করেন ও অপর প্রতিবেশি তোতা শিকদারের সঙ্গেও হামিদার বাবার কলহ থাকায় আসামি ফরিদা বেগম তার মেয়েকে দিয়ে একাধিক চিরকুটের ত্রিভুজ কাহিনী তৈরি করে, সে মোতাবেক তোতা শেখ ও তার ছেলে ফেরদৌসকে ফাসানোর চেষ্টা করে। তারাই পরবর্তীতে গত ১৪ নভেম্বর শ্বাসরোধে শিশু হামিদাকে হত্যা করে। 

নড়াগাতী থানার ওসি প্রেস ব্রিফিংয়ে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনের আওতায় ব্যবস্থা নেয়া হয়েছে এবং আসামি ফরিদা বেগম তার নিজ অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

টিএইচ