শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন

বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর জনসাধারণের উন্নতমানের সেবা দেয়ার লক্ষ্যে আন্তর্জাতিক মানের টারশিয়ারি কেয়ার ১ হাজার শয্যা বিশিষ্ট নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (৮ এপ্রিল) পঞ্চগড় সদরের দাড়িয়াপাড়া এলাকায় এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। সম্মানিত অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক প্রধান। নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান মি. জুয়াং লিফেং এর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এম জাহাঙ্গীর আলম রানা। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন আফরোজা বেগম রীনা, জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক ও সদর উপজেলা চেয়ারম্যান আমিরুর ইসলাম। নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক তৌফিক হাসান।

টিএইচ