পটুয়াখালীতে ২৬ হাজার ৮০০ ক্যান বিদেশি বিয়ারসহ একটি কাভার্ডভ্যান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী। যার আনুমানিক মূল্য দুই কোটি ১৫ লাখ টাকা।
গোপন সংবাদের ভিক্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে পায়রা বন্দর এলাকা থেকে একটি কাভার্ডভ্যান কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে পটুয়াখালী টোল প্লাজায় কাভার্ডভ্যানটি জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী কলাপাড়ার পরিদর্শক মো. কবিরুল হাসান, সার্কেল (খ) এর নেতৃত্ত্বে একটি টিম। এসময় ড্রাইভার ও দোভাষিসহ তিনজনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন, মো. বাশিরুল ইসলাম (দোভাষি) (২৮), রুবেল মুন্সি (২৭), মো. মেহেদি হাসান (২৩)। পরে কলাপাড়া মাদক নিয়ন্ত্রণ আফিসে নিয়ে যাওয়া হয় আসামি ও জব্দকৃত বিয়ারসহ কভার ভ্যানটি।
পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তদন্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
টিএইচ