শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

পত্নীতলায় আইডি হ্যাক করে ভাতাভোগীদের অর্থ নিচ্ছে প্রতারকচক্র!

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলায় আইডি হ্যাক করে ভাতাভোগীদের অর্থ নিচ্ছে প্রতারকচক্র!

নওগাঁর পত্নীতলায় প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতাভোগীদের সরকারি টাকা আইডি হ্যাক করে লুটে নিচ্ছে প্রতারকচক্র। এ বিষয়ে ভাতাভোগী ও তাদের আত্মীয়রা প্রতিদিনই উপজেলা সমাজসেবা অফিসে অভিযোগ নিয়ে ভিড় করছেন। পরে প্রতারণার শিকার ভুক্তভোগী ও আত্মীয়রা হায়-হুতাশে মানসিক ভাবে ভেঙে পড়ছেন। 

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রচারিত সতর্ক বার্তায় বলা হয়েছে যে, কোন ওপিটি কোড কাউকে ফোনে বলবেন না। কেননা, সমাজসেবা অফিস বা অধিদপ্তর থেকে কখনো কেউ ফোন করে কারো ব্যক্তিগত ওপিটি কোড বা পিন নম্বর চান না। 

উপজেলার নজিপুর পৌর এলাকার ভুক্তভোগী ইসমত আরা বলেন, ‘আমার মেয়ে কামরুন নাহারের নামে মানসিক প্রতিবন্ধী হিসেবে সরকারি ভাতা পান। গত সপ্তাহে তার মোবাইলে সমাজসেবা হেড অফিসের পরিচয় দিয়ে কথা বলেন। আগামী মাস হতে আরও পাঁচশ টাকা বেশি পাবেন। তাই অনলাইন হালনাগাদ চলছে। 

এ জন্য আপনার মোবাইল নম্বরে ওপিটি কোড পাঠানো হবে। এতে হালনাগাদ হয়ে যাবে। একথা শুনে প্রতারকচক্রের লোভনীয় খপ্পড়ে পড়ে এসএমএস পাঠালে কোড নম্বর বলে দেন। পরে গত তিন মাসের ২ হাজার ৫৬৭ টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের দোকানে উল্লেখিত টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন, টাকা নগদ অ্যাকাউন্টে আর নেই। 

পরে উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে জেনে তিনি আক্ষেপে আরো বলেন, মানসিক রোগি আমার মেয়ের ওই সরকারি ভাতার অর্থ দিয়ে ওষুধ কিনেন। কিন্তু তা এবার কী-ভাবে কিনবেন? শামিম নামে আরেক ভুক্তভোগীর নানির নামে সরকারি ভাতা হতে প্রতারণার শিকার হয়েছেন। 

তিনি জানান, আমার নানি বয়স্কভাতা ভোগী। টাকা পেলে উনি ওষুধ কিনেন। এবার নানির ওষুধ আমাকে কিনে দিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সংরক্ষিত নারী সদস্য অভিযোগে জানায়, আমার শাশুড়ি বিধবা ভাতা ভোগী। সমাজসেবা হেড অফিস থেকে পরিচয়ে টেলিফোন করলে তার শাশুড়ির হালনাগাদ করার জন্য মোবাইল পিন কোড জানতে চাইলে তিনি প্রতারক সন্দেহে সাফ জানিয়ে দেন-উপজেলা অফিসে গিয়ে হালনাগাদ করা হবে। সঙ্গে-সঙ্গে কলটি কেটে দেন প্রতারক!

পত্নীতলা উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম বলেন, আমাদের অফিস বা যে কেউ কখনো ওপিটি কোড বা পিন নম্বর জানতে চাইবে না। যদি কেউ চান-তাহলে নিশ্চিত বুঝতে হবে আপনি প্রতারিত হচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগে জানতে পারেন, ০৯ কোড দিয়ে প্রতারকচক্র এ প্রতারণা করে আসছেন। 

তাই তাদের (প্রতারকদের) সম্পর্কে কোন তথ্য বা পরিচয় চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। সম্ভবত দেশের বাহিরে থেকে টেলিফোনের মাধ্যমে উপকারভোগীদের মোবাইলে কল করে নানা রকম প্রলোভন দিয়ে ভাতাভোগীদের অর্থ লুট করছেন প্রতারকচক্র। সারাদেশে এমন ঘটনা প্রতারকচক্র চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগের প্রেক্ষিতে তিনি আরও জানান, আমাদের সমাজসেবা অধিদপ্তর হতে এ বিষয়ে সতর্কতামূলক বার্তা পোস্টার ইতোমধ্যে প্রচার করা হয়েছে। তাই এ ঘটনায় সবাইকে সতর্ক হওয়া জরুরি।

টিএইচ