শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
The Daily Post

পত্নীতলায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল

আল কোরাইশ রকি, পত্নীতলা (নওগাঁ)

পত্নীতলায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ইনসাফভিত্তিক সমাজ গড়তে কাজ করবে। এতে কুরআন ও সুন্নাহভিত্তিক রাষ্ট্র সংস্কার করণে অবদান রাখতে হবে। তাহলে সমাজে ন্যায়বিচার মানবাধিকার রক্ষা হবে।

নওগাঁর পত্নীতলায় যুব জামায়াতের অনুষ্ঠিত কর্মী সমাবেশ ও ইফতার মাহফিলে এসব কথাগুলো বলেন, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) জামায়াতের মনোনীত সংসদ প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।

পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে ২৬ শে মার্চ বিকালে পত্নীতলা উপজেলা চত্বরে মডেল মসজিদে  কর্মী সমাবেশ ও ইফতার মাহফিলে যুব বিভাগের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নওগাঁ জেলা শাখার নায়েবে আমীর নওগাঁ-২ আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মো. মারুফ আহমেদ, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক সফল উপজেলা ভাইস-চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মো. হাবিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা শাখার আমীর মাওলানা মো: আব্দুল মকিম,নজিপুর পৌরসভার আমীর জনাব মোফাচ্ছেল হোসেন, পত্নীতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: হারুনুর রশিদ, পত্নীতলা  উপজেলা সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা মো: হারুনুর রশিদ, ঘোষনগর ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার ফারুক, নজিপুর পৌরসভার সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।

এসময় পত্নীতলা উপজেলার ১১টি ইউনিয়নের যুব সভাপতি স্থানীয় দায়িত্বশীল কর্মীগণ উপস্থিত ছিলেন।

টিএইচ