সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পদ্মায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি    

পদ্মায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুরে নিখোঁজের দুই দিন পর পদ্মা নদী থেকে হারুন মোল্লা নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার  (১২ মার্চ) স্থানীয়রা পদ্মা নদীর শোয়াখাড়া এলাকায় ভাসমান মরদেহটি দেখতে পান। 

পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বলে জানিয়েছেন নৌ পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী। নিহত হারুন মোল্লা হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকার জালাল মোল্লার ছেলে। 

আজিম নগর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুল হালিম জানান, গত রোববার পদ্মায় একা মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যান হারুন। দুই দিন নদীতে অনেক খোঁজাখুজি করলেও মরদেহ পাওয়া যায়নি।

হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, মরদেহ উদ্ধারের খবর পাওয়ার পর বিষয়টি ফরিদপুর নৌ পুলিশকে অবহিত করা হয়েছে। তারা আইনগত বিষয়টি দেখছেন।

ফরিদপুর নৌ পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী জানান, তিনি স্ট্রোক করে নদীতে পড়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। স্বজনরা মরদেহ দাফন করেছেন।

টিএইচ