বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

পদ্মায় পানি বৃদ্ধিতে হুমকির মুখে কুষ্টিয়ার দুই বেড়িবাঁধ

কুষ্টিয়া প্রতিনিধি

পদ্মায় পানি বৃদ্ধিতে হুমকির মুখে কুষ্টিয়ার দুই বেড়িবাঁধ

উজান থেকে ধেঁয়ে আসা বৃষ্টির পানিতে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের কাছে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা ও মসলেমপুর বেড়িবাঁধ। স্থানীয়দের আশঙ্কা যেকোন সময় বাঁধ ভেঙে ভেড়ামারার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। 

এদিকে ভাঙন ঠেকাতে মসলেমপুর বাঁধের ৩টি পয়েন্টে প্রায় ১ হাজার বালির বস্তা ফেলেছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। মসলেমপুর এলাকার বাসিন্দা শরিয়ত উল্লাহ জানান, হঠাৎ করেই অস্বাভাবিক ভাবে হার্ডিঞ্জ ব্রিজের কাছে পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। মসলেমপুর বেড়িবাঁধ ছুঁই ছুই করছে পানি। 

এছাড়াও বাঁধের ৩টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। জুনিয়াদহ ইউপির ১নং ওয়ার্ড সদস্য জামসেদ কবিরাজ জানান, প্রতিবছর ভাঙনের কারণে কিছু জায়গায় বাঁধ নদীগর্ভে চলে গেছে। বাঁধ সংস্কারের জন্য ২ বছর আগে বালির বস্তা ফেলা হয়েছিল। কিন্তু এবছর পানি বৃদ্ধির কারণে সেই বালির বস্তা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। 

পদ্মার পানি বাঁধ ভেঙে এখন বাড়ির দেয়ালে ধাক্কা লাগছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে যেকোন সময় পদ্মায় বিলিন হতে পারে বিস্তীর্ণ এলাকা। ইতোমধ্যে কয়েকটি বাড়ি ঘরের মালামাল সরিয়ে নেয়া হয়েছে। 

পাবনা হাইড্রোলজি বিভাগের উপসহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন জানান, পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে, তবে বিপদ সীমার নিচে রয়েছে। বিপদসীমা ধরা হয় ১৪.২৫ সেন্টিমিটার। আর বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির লেবেল ১১.৯ সেন্টিমিটার। 

তবে ভেড়ামারা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান আশঙ্কা করে জানান, এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে পদ্মা ভয়ঙ্কর রুপ ধারন করতে পারে। প্লবিত হতে পারে ভেড়ামারা, কুষ্টিয়া, পাবনার নিম্নাঞ্চল। 

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার প্রকৌশলী রুবেল হোসেন জানান, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাঁধ এলাকায় ভাঙন এবং ধস দেখা দিয়েছে। দ্রুত আপদকালীন অবস্থা মোকাবিলা করার জন্য ভেড়ামারার মসলেমপুর পয়েন্টের ৩টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রায় ১ হাজার বালির বস্তা ফেলা হয়েছে।

টিএইচ