বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পদ্মায় বালু উত্তোলন বন্ধে অভিযানে ৬ জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি

পদ্মায় বালু উত্তোলন বন্ধে অভিযানে ৬ জনের কারাদণ্ড

পাবনায় পদ্মা থেকে বালু উত্তোলনের সময় বাল্কহেড-ড্রেজারসহ ছয়জনকে আটক করেছে নৌ পুলিশ। পরে তাদের প্রত্যেককে ছয়মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার নদীর চরতারাপুর পয়েন্ট থেকে আটকের পর তাদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন এ কারাদণ্ড দেন।

তারা হলেন, গোপালগঞ্জের ফরিদ শেখ, ঝালকাঠির হানিফ খা, তৌহিদ খান, রাজবাড়ীর রতন প্রামাণিক, পটুয়াখালীর ইব্রাহিম জমাদ্দার ও পিরোজপুরের নাহিদ হাসান।

নৌপুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে তারা ড্রেজার ও বাল্কহেড ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছয়জনকে আটক করে পুলিশ। জব্দ ড্রেজারের মালিক রাজবাড়ীর ধাওয়াপাড়ার জলিল ও বাল্কহেডের মালিক চাঁদপুরের গোলাম মর্তুজা। 

এসময় সুজানগর ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ, নাজিরগঞ্জ নৌ পুলিশের ইন্সপেক্টর শরিফুল ইসলাম, পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাকীবুল্লাহ, ভাঁড়ারা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আবু সাইয়্যিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ