বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পরিবেশ রক্ষার্থে হাটহাজারীতে বৃক্ষরোপণ কর্মসূচি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

পরিবেশ রক্ষার্থে হাটহাজারীতে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রামে ২৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভবানীপুর এলাকায় বৃক্ষরোপণ করেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য অ্যাড. বাসন্তী প্রভা পালিত। 

শুক্রবার (৪ আগস্ট) ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। পরে ওই এলাকার বিভিন্নস্থানে চার প্রজাতির ফলজ চারা রোপণ করা হয়। 

এতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মুছা সিদ্দিকী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সী, উপজেলা শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ।

টিএইচ