সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পরীক্ষা কেন্দ্রে নকল সংরক্ষণের দায়ে শিক্ষকের কারাদণ্ড

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

পরীক্ষা কেন্দ্রে নকল সংরক্ষণের দায়ে শিক্ষকের কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে পরীক্ষা কেন্দ্রে নকল সংরক্ষণের দায়ে এক শিক্ষককে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার পৌরসদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে হাতেনাতে নকলসহ আটক করা হয়।

 দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কুড়ালিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আফিকুর রহমান (৪০) বলে জানা গেছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল জানান, ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এরপর তাকে পুলিশের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ