শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post
দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে চলাচল 

পর্যটকদের জন্য ছাদখোলা বাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাশেদুল ইসলাম, কক্সবাজার

পর্যটকদের জন্য ছাদখোলা বাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে পর্যটকদরে ঘোরার জন্য ছাদখোলা বাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ গাড়ি দুটি উদ্বোধন করেন৷

জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রৈট মো. মাসুদ রানা জানান, দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে চলাচল করবে এ গাড়িগুলো৷ প্রধানমন্ত্রী দুটি উদ্বোধন করেছেন৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ১৫টি ছাদখোলা বাসা আনা হচ্ছে৷

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, “বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন থেকে কক্সবাজার জেলা প্রশাসন দুটি ছাদখোলা ট্যুরিস্ট বাস লিজ নিয়েছে। এখন থেকে এই ট্যুরিস্ট বাসগুলো কক্সবাজারে চলাচল করবে। বাস দুটি কক্সবাজার জেলা প্রশাসন পরিচালনা করবে।”

তিনি বলেন, “দুটি বাসের মধ্যে একটি কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেওয়া হবে ব্রিজের অপরপ্রান্তে অবস্থান করা ট্যুরিস্ট বাসে।

এই বাস মেরিন ড্রাইভের পাতুয়ারটেক পর্যন্ত চলাচল করবে। দীর্ঘ মেরিন ড্রাইভে যেসব পর্যটন স্পট রয়েছে সেখানে থামবে এবং পর্যটকদের তা ঘুরে দেখানো হবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি বাসে ৫৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। বাসগুলোতে থাকছে নানা ধরনের সুযোগ-সুবিধা। আশা করি, পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে এই ট্যুরিস্ট বাস।”

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান দৈনিক আমার সংবাদকে বলেন, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। তাই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে জেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহন করেছেন৷ যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

টিএইচ