বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পলাশবাড়ী থানায় নতুন ওসির যোগদান

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি  

পলাশবাড়ী থানায় নতুন ওসির যোগদান

গাইবান্ধার পলাশবাড়ী থানায় নতুন ওসি মো. জুলফিকার আলী ভুট্টো যোগদান করেছেন। গত সোমবার তিনি এ থানায় যোগদান করেন। তিনি গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ বিভাগে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

তিনি দিনাজপুর জেলার কাহারোল উপজেলা এলাকার বাসিন্দা। যোগদান পরবর্তী দুর্গোৎসব নিরাপদ-নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে পালন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ প্রবণতা কঠোর হস্তে দমনে স্বতঃস্ফূর্ত সবার সহায়তা কামনা করেন। 

সর্বোপরি স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালনকালে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

টিএইচ