সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

পলাশবাড়ীতে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি  

পলাশবাড়ীতে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ চলতি রবি মৌসুমে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে থেকে এসব বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও মো. কামরুল হাসান। উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশুর সভাপতিত্বে এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন ছাড়াও অন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ২০ কেজি গম, ২ কেজি ভূট্টা, ১ কেজি সরিষা, ১০ কেজি দিনাবাদাম, ১ কেজি সূর্য্যমূখী, ১ কেজি শীতকালীন পেঁয়াজ, ৫ কেজি মসুর,  ৫ কেজি মুগ, ৮ কেজি সয়াবিন,  ৮ কেজি খেসারি ও ২ কেজি অড়হর বীজ বিতরণ করা হয়। 

একইসাথে প্রত্যেক কৃষক পর্যায় আনুপাতিক হারে সর্বোচ্চ ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

টিএইচ