রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পলাশবাড়ীতে দুই মাদকসেবীর কারাদণ্ডসহ জরিমানা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি  

পলাশবাড়ীতে দুই মাদকসেবীর কারাদণ্ডসহ জরিমানা

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ডসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তফা জামান, উপপরিদর্শক জুয়েল ইসলামসহ পুলিশ টিম এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামের পূর্ব সরকারপাড়ার মৃত খাদেম সরকারের ছেলে রঞ্জু সরকার এবং একই গ্রামের মধ্যপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে রুবেল মিয়াকে মাদক সেবনের দায়ে আটক করা হয়।  

পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রঞ্জু সরকারের ১ বছর ৬ মাস এবং রুবেল মিয়ার ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ছাড়াও উভয়ের ১ হাজার ৫০ টাকা করে জরিমানা আদায় করেন। শেষে তাদের গাইবান্ধা কারাগারে প্রেরণ করা হয়। 

টিএইচ