বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পলাশবাড়ীতে নবাগত সহকারী কমিশনারের (ভূমি) যোগদান

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি  

পলাশবাড়ীতে নবাগত সহকারী কমিশনারের (ভূমি) যোগদান

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মো. আল-ইয়াসা রহমান তাপাদার যোগদান করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী শেষ করে (৩৮তম বিসিএস) প্রশাসন ক্যাডার সার্ভিসে অন্তর্ভূক্ত হন। 

তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন।

সেখান থেকে তিনি পদোন্নতি পেয়ে বদলির আদেশ পাওয়ার পর গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পলাশবাড়ীতে যোগদান করেন। তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। 

টিএইচ