বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
ভোমরা স্থলবন্দর

পাঁচ মাসে ৫৬০ কোটি টাকার শুকনা মরিচ আমদানি

সাতক্ষীরা প্রতিনিধি

পাঁচ মাসে ৫৬০ কোটি টাকার শুকনা মরিচ আমদানি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি বেড়েছে। গত অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে দ্বিগুণেরও বেশি আমদানি বেড়েছে পণ্যটি। এদিকে আমদানি বাড়লেও দাম কমছেনা শুকনা মরিচের। গত এক মাসের তুলনায় পণ্যটি কেজিতে দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। 

ব্যবসায়ীরা বলছেন, অন্য যেকোনো সময়ের তুলনায় আমদানি খরচ বেড়ে যাওয়াতে দাম কমছে না পণ্যটির। ভোমরা শুল্ক স্টেশনের কাস্টমস রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই-নভেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ২২ হাজার ৩০২ টন। 

যার আমদানি মূল্য ৫৫৯ কোটি ৯৭ লাখ টাকা। একইভাবে গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এ বন্দরে শুকনা মরিচ আমদানি হয়েছিল ১০ হাজার ৬৫৭ টন। যার আমদানি মূল্য ছিল ২৬৮ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে পণ্যটি আমদানি বেড়েছে ১১ হাজার ৬৪৫ টন। যা মোট আমদানির দ্বিগুণেরও বেশি।

ভোমরা বন্দরের মসলাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্ববাধিকারী মো. আবু হাসান জানান, দেশীয় অভ্যন্তরীণ বাজারে শুকনা মরিচের চাহিদা বেশি হওয়ায় আমদানি বেড়েছে। 

তিনি বলেন, গত অর্থবছরের পাঁচ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তার প্রতিষ্ঠানে শুকনা মরিচ আমসদানি বেড়েছে অন্তত দ্বিগুণ। তবে আাামদানি বাড়লেও দাম কমেনি পণ্যটি। তিনি বলেন, ভারতে সবধরনের মসলা পণ্যের দাম ঊর্ধ্বমুখী। ফলে আমদানি খরচও অন্য যেকোনো সময়ের তুলনায় বেড়েছে বলে জানান তিনি।

সাতক্ষীরা জেলা শহরের সর্ববৃহৎ মোকাম সুলতানপুর বড় বাজারের মসলা আড়ৎ মেসার্স শাওন এন্টারপ্রাইজে গত শুক্রবার শুকনা মরিচ পাইকারি বিক্রি হয় ৫০০ টাকা কেজি দরে। যা এক মাস আগেও ৪৭০ থেকে ৪৮০ টাকা দরে বিক্রি হয়। একইভাবে খুচরা বিক্রি হয় প্রতি কেজি ৫২০ থেকে ৫৩০ টাকা দরে। 

এ আড়তের স্বত্ববাধিকারী ফজর আলী জানান, আমদানিকৃত অধিকাংশ মসলার দাম বেড়েছে। তিনি বলেন, শুকনা মরিচ সরবরাহ বাড়লেও আমদানি খরচ বেশি হওয়াতে দাম কমছেনা।

সাতক্ষীরা জেলা মার্কেটিং অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ জানান, জেলা প্রশাসনের সাথে সমম্বয় রেখে বাজার মনিটারিং জোরদার করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে সর্বচ্চো চেষ্টা করা হচ্ছে। তবে শুকনা মরিচসহ অন্য আমদানিকৃত মসলার দাম কিছুটা বাড়তির দিকে।

টিএইচ