সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পাঁচবিবিতে হিরোইনসহ ভারতীয় নারী আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি 

পাঁচবিবিতে হিরোইনসহ ভারতীয় নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে ৬শ গ্রাম হিরোইনসহ ফেন্সি বেগম (৪২) নামের এক ভারতীয় নারীকে আটক করেছে হাটখোলা ক্যাম্পের বিজিবর সদস্যরা। 

গত শুক্রবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্ত এলাকা ওই নারীকে আটক করা হয়। আটক নারী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোসাইপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী। 

বিজিবি জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা ক্যাম্পের বিজিবি টহলরত সদস্যরা সীমান্তের পশ্চিম উচনা এলাকার ২৮১/৫ এস পিলারের নিকটে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নারীকে আটক করা হয়। পরে মহিলা বিজিবি সদস্য দিয়ে তার দেহ তল্লাশী করে ৬শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক জানান, শনিবার (২ ডিসেম্বর) ভারতীয় নারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

টিএইচ