মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

পাংশায় ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সমাবেশ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

পাংশায় ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সমাবেশ

রাজবাড়ী জেলা শাখার পাংশা উপজেলা ও পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা এ কমিটিকে জেলার নেতাদের ‘পকেট কমিটি’ হিসেবে আখ্যা দিয়েছেন। 

মঙ্গলবার (২০ জুন) পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা দাবি করেন, ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে অযোগ্য, নিষ্ক্রিয় অথর্ব ও ছাত্রলীগ কর্মী দ্বারা এ কমিটি গঠিত হয়েছে। বাদ দেয়া হয়েছে অসংখ্য ত্যাগী ও কর্মীবান্ধব নেতাকর্মীদের।

তারা আরো দাবি করেন, ছাত্রদলের নতুন ২১ সদস্যের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। ব্যক্তি স্বার্থ হাসিলের লক্ষ্যে পছন্দের ব্যক্তি ও অছাত্রদের সমন্বয়ে এ কমিটি গঠন করেছেন। অথচ দুটি কমিটি গঠনের সময় উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মতামত নেয়া হয়নি। 

লিখিত বক্তব্য শেষে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রেলস্টেশনের সামনে গিয়ে তা শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, মো. সজীব রাজা, সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি, হিরোক খান, সহ-সভাপতি, রিপন আলী, প্রচার সম্পাদক, রাকিব হোসাইন, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা। 

টিএইচ