সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পাংশায় নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা তৈরির অভিযোগ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

পাংশায় নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা তৈরির অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় একটি নতুন রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন নিম্নমানের সামগ্রী দিয়ে এই সড়ক নির্মাণ করা হচ্ছে।

এই নির্মাণকাজের সাব কন্ট্রাক্ট নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বাঁধন ট্রেডার্স। এর স্বত্তাধিকারী ইদ্রিস মণ্ডল।

উপজেলার কলিমহর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধানুরীয়া গ্রামের ১১শ মিটার রাস্তার কাজ করা হচ্ছে যার পঞ্চাশ সতাংশ নিম্নমানের ইটের খোয়া।

সরেজমিনে এলাকাবাসীর অভিযোগ, শিডিউলের তোয়াক্কা না করে ইচ্ছেমতো রাস্তা নির্মাণে একেবারে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। কাজের শুরু থেকেই তদারকি প্রতিষ্ঠানের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে কাজ শেষ করার লক্ষ্যে এসব অনিয়ম করে চলেছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার আলমাছ ফকিরের কাছে নিম্নমানের ইট সামগ্রী দিয়ে কাজ করার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, অন্য রাস্তার কাজ করার পরে যেগুলো অতিরিক্ত ছিল সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে এগুলো সবই ভালো এবং কাজের যোগ্য।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী এলজিইডি কর্মকর্তা জাকির হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। কোন ধরনের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে দেয়া হবে না। তবে কাজের চুক্তিপত্র ও প্রকল্পের নাম চাইলে দিতে পারেননি এই কর্মকর্তা। তিনি বলেন চুক্তিপত্র আমার অন্য অফিসারের কাছে রয়েছে।

টিএইচ